ল্যামার্কবাদ বা ল্যামার্কের তত্ত্ব: (Lamarckism)
বিশিষ্ট ফরাসী জীববিদ জ্যাঁ ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক ১৮০৯ খ্রীঃ ফিলোজফিক জুলজিক নামক বই-এ অভিব্যক্তি সম্বন্ধীয় মতবাদ প্রকাশ করেন। ল্যামার্কের তত্ত্বকে ল্যামার্কবাদ (Lamarckism) বলে, যা কতকগুলি মূল প্রতিপাদ্যের উপর ভিত্তি করে রচিত। প্রতিপাদ্যগুলি হল।
অঙ্গের ব্যবহার ও অব্যবহার:জীব পরিবেশে নিজেকে অভিযোজিত করার জন্য স্বজ্ঞানে নিজের চেষ্টায় কোন কোন অঙ্গ অধিকমাত্রায় ব্যবহার করে ফলে তা বৃদ্ধিপ্রাপ্ত ও সুগঠিত হয়। আবার কোন কোন অঙ্গের ব্যবহার কম বা একেবারে না করায় সেই সকল অঙ্গ ক্ষয়প্রাপ্ত হয়ে কালক্রমে লুপ্ত হয়ে যায়।
জীবের সচেষ্টতা:
সদা পরিবর্তনশীল পরিবেশে জীব নিজেকে উপযুক্ত রূপে মানিয়ে নেবার জন্য সর্বদাই সচেষ্ট এবং এটি জীবের একটি সহজাত প্রবৃত্তি।
অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ (Inheritance of acquired char- acters):
ল্যামার্কের মতে কোন জীবের জীবনকালে যে সকল বৈশিষ্ট্য অর্জিত হয়, (অধিগত বৈশিষ্ট্য) তা জনু থেকে জনুতে সঞ্চারিত হয়।
নতুন প্রজাতির উৎপত্তি (Origin of new species):
ল্যামার্কের তত্ত্ব অনুযায়ী অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের ফলে এবং প্রতিটি জনুতে নতুন নতুন বৈশিষ্ট্য অর্জিত হওয়ার ফলে ধীরে ধীরে একটি প্রজাতি থেকে অপর নতুন প্রজাতির সৃষ্টি হয়।
ল্যামার্কের মতবাদের স্বপক্ষে উদাহরণ:
- জলজ পাখীর পা ক্রমাগত জলে সাঁতার কাটার জন্য লিপ্তপদের সৃষ্টি।
- সাপের পা ব্যবহার না করার ফলে পায়ের অবলুপ্তি ঘটা।
- জিরাফের লম্বা গলা, উঁচু গাছ থকে খাদ্য সংগ্রহের ফলে অর্জিত বৈশিষ্ট্য।
- উটপাখীর ডানা অব্যবহারের ফলে ক্রমাগত নিষ্ক্রিয় ডানার পরিণত হয়েছে।
ল্যামার্কের মতবাদের বিপক্ষে উদাহরণ:
- বিজ্ঞানী ভাইসম্যান, পুরুষ ও স্ত্রী ইঁদুরের লেজ ৩৫ জুন কেটেও লেজবিহীন ইঁদুর পাননি।
- ড্রসোফিলা মাছিকে পর পর ৬০ জনু অন্ধকারে রেখেও দৃষ্টিহীন ড্রসোফিলা মাছি জন্ম নেয়নি।
নয়া ল্যামার্কবাদ (Neo Lamarckism):
Cope, Packard, Spencer, Mac Birde প্রমুখ বৈজ্ঞানিক গণ ল্যামার্কের তত্ত্বকে সামান্য পরিবর্তন করে নতুন ভাবে ব্যাখ্যা করেন। একে নয়া ল্যামার্কবাদ বলে।
একটি মন্তব্য পোস্ট করুন for "ল্যামার্কবাদ বা ল্যামার্কের তত্ত্ব: (Lamarckism)"