Skip to content Skip to sidebar Skip to footer

হরপ্পা সভ্যতার সামাজিক জীবন:


সিন্ধু নদীর তীরে অবস্থিত হরপ্পা সভ্যতা ছিল ভারতের প্রথম নগর সভ্যতা। সিন্ধু বা হরপ্পা সভ্যতার সমাজ ছিল শ্রেণীবিভক্ত। হরপ্পার সিলমোহরে যে লিপি ব্যবহৃত হয়েছে তা আজও পাঠোদ্ধার হয়নি। তাই হরপ্পা সমাজ সম্পর্কে খুব বেশি তথ্য মেলেনি। তবে যতটুকু তথ্য নিয়েছে তা থেকে হরপ্পার সমাজের বেশ কিছু দিক জানা যায়।

শ্রেণিবিভক্ত সমাজ: প্রত্নতাত্ত্বিক উৎখননের ফলে প্রাপ্ত বাড়িগুলির আয়তন ও কবরের প্রকারভেদ শ্রেণিবিভক্ত সমাজের দিকে ইঙ্গিত দেয়। হরপ্পার সমাজে মূলত তিনটি শ্রেণির মানুষ বসবাস করত।
যথা— সিটাডেল এলাকার দুর্গ ও প্রাসাদের মতো বাড়িতে বসবাসকারী উচ্চবিত্ত শ্রেণি, মধ্যবিত্ত শ্রেণি, এবং নিম্নবিত্ত শ্রেণি।
পরবর্তীকালে ঐতিহাসিক ডি ডি কোশাম্বী এবং পুসলক— দুজনেই হরপ্পার সমাজকে চার ভাগে ভাগ করেছেন।
যথা—
  • পুরোহিত ও শাসকগোষ্ঠী।
  • যোদ্ধা শ্রেণি।
  • বণিক ও ভূস্বামী গোষ্ঠী এবং কারিগর, শ্রমিক।
  • ক্রীতদাস শ্রেণি।

সমাজব্যবস্থার প্রকৃতি: সিন্ধু সভ্যতায় প্রাপ্ত অসংখ্য নারী মূর্তি দেখে ঐতিহাসিকদের অনুমান এখানে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত ছিল। কিন্তু ওপর একদল ঐতিহাসিক মনে করেন যে হরপ্পার সমাজ ব্যবস্থা ছিল পিতৃতান্ত্রিক। তাদের মতে দূরপাল্লার বাণিজ্য, কৃষির প্রসার এবং ধাতব শিল্পের বিকাশের মধ্যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতিফলন মিলে।

খাদ্যাভ্যাস: হরপ্পাবাসীদের প্রধান খাদ্য ছিল গম, যব, রাই, মটর, বাদাম, খেজুর, কড়াইশুটি, মাছ, ডিম, মুরগি সহ বিভিন্ন পাখির মাংস, দুধ ইত্যাদি।

পাশাক-পরিচ্ছদ: হরপ্পায় নারী ও পুরুষ উভয়েই সুতি ও পশম দু-ধরনের পোশাকই পরত। দেহের উপরের এবং নীচের অংশের জন্য তারা আলাদা আলাদা পোশাক ব্যবহার করত। বাহুর পাশ দিয়ে উত্তরীয় পরার প্রচলন ছিল। ধনীদের পোশাকে কারুকার্য থাকত। অলংকার ব্যবহারের চলও হরপ্পা সভ্যতায় ছিল।

গৃহস্থালির সরঞ্জাম: হরপ্পা সভ্যতার অধিবাসীরা কুমোরের চাকায় তৈরি মাটির হাঁড়ি, কলসি, জালা, বাসনপত্র, কাঠের তৈরি খাট, টুল, দীপাধার এবং তামা-ব্রোঞ্জের ছুরি, কাঁচি, ক্ষুর, সুচ ইত্যাদি ব্যবহার করত। মাটির জিনিসগুলিকে প্রথমে আগুনে পুড়িয়ে মজবুত করা হত। তারপর নানা রকমের রং দিয়ে চিত্রিত করা হত। পাথরের তৈরি বিভিন্ন জিনিসপত্রও বহুল পরিমাণে ব্যবহৃত হত।

বিনোদন: হরপ্পা সভ্যতায় প্রাপ্ত অর্ধনগ্ন নারীমূর্তির গঠন ভঙ্গিমা দেখে ব্যাসাম ও হুইলার অনুমান করেন যে, তৎকালীন সমাজে সম্ভবত দেবদাসী প্রথার প্রচলন ছিল। হরপ্পাবাসীদের বিনোদনের প্রধান মাধ্যম ছিল— নৃত্য-গীত, পাশাজাতীয় খেলা, শিকার, ষাঁড়ের লড়াই, মাছ ধরা, রথচালনা ইত্যাদি। শিশুদের জন্য ছিল নানান ধরনের খেলনা, পুতুল, মূর্তি ইত্যাদি। 

একটি মন্তব্য পোস্ট করুন for "হরপ্পা সভ্যতার সামাজিক জীবন:"