বাইস ব্যালট সূত্র: (Buys Ballot's Law).

১৮৫৭ সালে ডাচ আবহবিদ বাইস ব্যালট বায়ুচাপের পার্থক্য ও বায়ুপ্রবাহের মধ্যে একটি সম্পর্ক উল্লেখ করেন। বায়ুপ্রবাহ ও বায়ুচাপের পার্থক্যের এই সম্পর্কটি বাইস ব্যালট সূত্র (Buys Ballot's Law) নামে পরিচিত। 

উত্তর গোলার্ধে বায়ু যে দিক থেকে প্রবাহিত হয়, সেই দিকে পিছন ফিরে দাঁড়ালে ডানদিকের তুলনায় বামদিকে বায়ুর চাপ কম অনুভূত হয়। অর্থাৎ ডানদিকে উচ্চচাপ ও বামদিকে নিম্নচাপ হয়। আবার দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা দেখা যায়। একেই বাইস ব্যালট সূত্র বলে।



2 মন্তব্যসমূহ