বৈদিক সাহিত্য:(The Vedic literature).

১) ভারতের প্রাচীনতম সাহিত্যের নাম কী?

উঃ- ঋগ্বেদ।


২) সনাতন ধর্মের ভিত্তি কী?

উঃ- বেদ।


৩) বেদ কবে রচিত হয়? 

উঃ- আনুমানিক ১৫০০ - ১০০০ খ্রীষ্টপূর্ব।


৪) বেদ কাদের ধর্মগ্রন্থ? 

উঃ- আর্যদের।


৫) বেদের ওপর নাম কী? 

উঃ- অপৌরষেয় এবং শ্রুতি।

৬) বেদের ওপর নাম অপৌরষেয় কেন? 

উঃ- বেদ কোন মানুষের সৃষ্টি না। মনে করা হয় যে বেদ হল ব্রহ্মার মুখনিঃসৃত বানী। তাই বেদকে অপৌরষেয় বলা হয়।


৭) বেদের ওপর নাম শ্রুতি কেন?  

উঃ- বেদের কোন লেখ্যরূপ ছিল না। শুনে শুনে বেদ মনে রাখতে হত। তাই বেদের ওপর নাম শ্রুতি।


৮) বেদ শব্দের অর্থ কী? 

উঃ- বেদ শব্দের অর্থ হল জ্ঞান।


৯) বেদ শব্দটি কোথা থেকে এসেছে? 

উঃ- “বিদ" নামক শব্দ থেকে বেদ কথাটি এসেছে।যার মূল অর্থ হল জ্ঞান।


১০) বেদ ও সংহিতা কী একই জিনিস?  

উঃ- হ্যাঁ বেদ ও সংহিতা একই জিনিস।বেদের একটি অংশ হল সংহিতা।

১১) বেদ পাঠের জন্য যে ছয়টি বিদ্যার প্রয়ােজন তাদের কী বলে?

উঃ- বেদাঙ্গ।


১২) বেদাঙ্গগুলি কী কী?

উঃ- শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ ও কল্প।


১৩) ভারতের প্রাচীনতম লিখিত সাহিত্য কী? 

উঃ- গীতা।


১৫) বৈদিক সাহিত্য দুটি ভাগে বিভক্ত কী কী?

উঃ- বেদাঙ্গ ও বেদান্ত।


১৬) বেদের ভাগ কয়টি ও কী কী? 

উঃ- চারটি, (ঋকবেদ, সামবেদ, যজুবেদ, অথর্ববেদ)।

১৭) বেদের যে চারটি ভাগ আছে সেই চারটি ভাগের প্রত্যেকটি আবার কয়টি ভাগে বিভক্ত? 

উঃ- চারটি, সংহিতা, ব্রাক্ষ্মন, আরন্যক এবং উপনিষদ বা বেদান্ত।


১৮) বিভিন্ন বেদের পুরােহিতের নাম কি?

উঃ- 

  1. ঋকবেদের পুরােহিতের নাম হােতা বা হােত্রী।
  2. সামবেদের পুরােহিতের নাম উদ্গতা।
  3. যজুরবেদের পুরােহিতের নাম অর্ধায়ু।
  4. অথর্ববেদের পুরােহিতের নাম ব্রহ্মা।


১৯) কোন বেদের প্রকৃতি কেমন ছিল? 

উঃ- ক) ঋকবেদ এর প্রকৃতি পাঠ্যধর্মী।

খ) সামবেদের প্রকৃতি গীত ধমী।

গ) যজুরবেদের প্রকৃতি অভিনয় ধমী।

ঘ) অথর্ব বেদের প্রকৃতি রসধমী (EMOTIONAL)।

২০) বেদের মন্ত্রসংখ্যা কতগুলি?

উঃ- মোট ২০৪৩৪ টি,

  1. ঋকবেদের মন্ত্রসংখ্যা - ১০৫৪৯ টি।
  2. সামবেদের মন্ত্রসংখ্যা - ১৮৯৩ টি।
  3. যজুরবেদের মন্ত্রসংখ্যা - ১৯৭৫ টি।
  4. অথর্ব বেদের মন্ত্রসংখ্যা - ৫৯৭৭ টি।


২১) সংহিতা কী? 

উঃ- বেদ চারটি ভাগে বিভক্ত। প্রতিটি ভাগ আবার চারটি উপভাগে বিভক্ত। ঐ চারটি উপভাগের মধ্যে একটি হল সংহিতা। প্রতিটি বেদের মন্ত্র অংশগুলি সংহিতা নামে পরিচিত। যেখানে বিভিন্ন দেবতার বা সুক্তের মহিমা কীর্তন করা হয়েছে শ্লোকাকারে কবিতার মাধ্যমে।


২২) উপবেদ কয়টি ও কী কী? 

উঃ- চারটি: আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ, ও অর্থশাস্ত্র।


২৩) বেদাঙ্গ কয়টি ও কী কী ও তাদের লেখকের নাম কর? 

উঃ- বেদাঙ্গ ছয়টি,

  1. শিক্ষা - পানিনী।
  2. কল্প - বিভিন্ন ঋষি সম্প্রদায়।
  3. অষ্ট্যাধ্যোয়ী ব্যাকরন - পানিনী।
  4. নিরুক্ত - যাঙ্ক।
  5. ছন্দ- পিঙ্গলাচাৰ্য্য।
  6. জ্যোতিষ- গর্ন।


২৪) ব্যাকরনের প্রথম পুস্তক কোনটি? 

উঃ- পানিনীর লেখা অষ্টাধ্যয়ী ব্যাকরন।

২৫) বেদের উপাঙ্গ কয়টি? 

উঃ- চারটি যথা- পুরানু, মিমাংসা, ন্যায় ও ধর্মশাস্ত্র।


২৬) বেদের জ্ঞানকান্ড কয়টি ও কী কী? 

উঃ- দুটি যথা - আরণ্যক ও উপনিষদ।


২৭) আরন্যক কয়টি ভাগে বিভক্ত? 

উঃ- চারটি যথা ঐতেরেয়, কৌষীতকী, শতপথ ব্রাক্ষন, ছান্দোগ্য।


২৮) উপনিষদ কটি ভাগে বিভক্ত ও কি কি?

উঃ- ১২টি। যথা - 

  1. বৃহদারণ্যক মন্ত্র। 
  2. ছান্দোগ মন্ত্র।
  3. তৈত্তিরীয় মন্ত্র।
  4. ঐতেরেয় মন্ত্র। 
  5. ঈশােপনিষদ মন্ত্র। 
  6. কেন উপনিষদ। 
  7. কঠো উপনিষদ। 
  8. প্রশ্ন উপনিষদ।
  9. মুন্ডকোপনিষদ। 
  10. মান্ডুক্যউপনিষদ। 
  11. শ্বেতাশ্বতর উপনিষদ। 
  12. কৌষীতকী উপনিষদ।

২৯) ষড়দর্শন কি কি ও তাদের লেখককের নাম কি?

উঃ-ক) সংখ্যা দর্শন - মহর্ষি কপিল।

খ) যােগ দর্শন - পতজ্ঞলি।

গ) ন্যায় দর্শন - গৌতম।

ঘ) বৈশেষিক দর্শন - কনাদ।

ঙ) পূর্ব মিমাংসা - জৈমিনী।

চ) উত্তর মিমাংসা বেদান্ত দর্শন - ব্যাসদেব।


৩০) পুরান কটি ও কি কি? 

উঃ- ১৮ টি।


৩১)কোন বেদকে অনার্যদের বেদ বলা হয়? 

উঃ- অথর্ববেদ।


৩২)জাদুবিদ্যা কোন বেদে পাওয়া যায়? 

উঃ- অথর্ববেদ।


৩৩) "সত্যমেব জয়তে" কথাটি কোথায় থেকে নেওয়া হয়েছে? 

উঃ- মুন্ডক উপনিষদ।

৩৪)কোন বেদ সাদা ও কালো দুটি ভাগে বিভক্ত?

উঃ- যজুর বেদ।


৩৫) কোন বেদ গদ্য ও পদ্য উভয়ভাবে লিখিত হয়েছে? 

উঃ- যজুর বেদ।


৩৬) জাদুবিদ্যা কোন বেদ থেকে পাওয়া যায়?

উঃ - অথর্ব বেদ।


৩৭) গান্ধর্ব বেদ কোন বেদের উপবেদ? 

উঃ- সামবেদ।


৩৮) শাহজাহানের কোন পুত্র অথর্ববেদ পাঠ করেছিলেন? 

উঃ- দারা।


৩৯) ঋকবেদে ওম' শব্দটি কতবার এসেছে ?

উঃ- ১০২৮ বার।


৪০) বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয়? 

উঃ- উপনিষদ।

৪১) কোন বৈদিক সাহিত্যে উপনয়ন (পৈতা) সংস্কারের বিস্তারিত বিবরন পাওয়া যায়? 

উঃ- শতপথ ব্রাহ্মন।


৪২) মৃত্যু বিষয়ে'প্রথম সার্বিক উপস্থাপনা দেখা যায় কোন বৈদিক সাহিত্যে? 

উঃ- শতপথ ব্রাহ্মন।


৪৩) আয়ুরবেদ চিকিৎসা কোন বেদ থেকে পাওয়া যায়? 

উঃ- ঋকবেদ।


৪৪) বৈদিক সাহিত্যের কোন অংশে নারীকে সকল দুঃখের কারন বলা হয়? 

উঃ- তৈত্তিরীয় ব্রাহ্মন।


৪৫) ঋকবেদের যুগের প্রধান দেবতার নাম কি? 

উঃ- ইন্দ্র।


৪৬) ঋকবেদে ‘বলি' শব্দটির অর্থ কি?

উঃ- কর নেওয়া।


৪৭) চতুর্বেদ ছাড়াও অপর একটি বৈদিক সাহিত্যের নাম কী? 

উঃ- বেদাঙ্গ।


৪৮) দশরাজার যুদ্ধ কাহিনী কোন গ্রন্থে লিপিবদ্ধ আছে? 

উঃ- ঋকবেদের সপ্তম মন্ডলে দশরাজার কাহিনী লিপিবদ্ধ আছে।


৪৯) দশরাজার যুদ্ধ কোথায় হয়েছিল?

উঃ- রাভি নদীর তীরে। পূর্বে রাভী নদীর নাম ছিল পুরুষানী।


৫০) দশরাজার যুদ্ধে কে জয়ী হয়েছিল? 

উঃ- রাভী নদীর তীরে রাজা সুদাসের সাথে দশরাজার যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে জয়লাভ করে রাজা সুদাস।

৫১) কোন বেদে আমরা যাগযজ্ঞের ক্রিয়াকলাপ সম্পর্কে জানতে পারি? 

উঃ- যজুর্বেদ।


৫২) কোন বেদে গায়ত্রী মন্ত্র আছে? 

উঃ- ঋকবেদ।


৫৩) গায়ত্রী মন্ত্র কে লিখেছেন? 

উঃ- মুনি বিশ্বামিত্র।


৫৪) কোন বেদে সৃষ্টিরহস্য ও চিকিৎসাবিদ্যার কথা বলা আছে?

উঃ- অথর্ব বেদ।

৫৭) ভারতীয় শাস্ত্রিয় সংগীতের উৎস কোনটি? 

উঃ- সামবেদ।


৫৫) বেদের সংহিতা ভাগে কী আছে? 

উঃ- মন্ত্র।


৫৬) বেদের ব্রাহ্মন ভাগে কি আছে? 

উঃ- ধর্মীয় আচর, ধর্মীয় ক্রিয়াকর্ম, যজ্ঞ নিয়ে টীকা।


৫৭) বেদের আরন্যক অংশে কী আছে? 

উঃ- বানপ্রস্থ জীবনের কথা।


৫৮) বৈদিক ছন্দ কয়টি ও কি কি? 

উঃ- সাতটি , যথা - গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহতী, পংক্তি, ত্রিষ্টুপ ও জগতী।


৫৯) বেদভাষ্য কে রচনা করেন? 

উঃ- দয়ানন্দ সরস্বতী।


৬০) পঞ্চম বেদ কাকে?

উঃ- মহাভারত/পুরান/তিরুকুরুল।


৬১) ঋকবেদে কতগুলি মন্ডল আছে?

উঃ- ১০ টি।


৬২) কোথা থেকে বর্নাশ্রমের কথা জানা যায়? 

উঃ- ঋকবেদের ১০ মন্ডলে বর্নাশ্রমের কোথা উল্লেখ আছে।


৬৩)কোন বেদে হিমালয়এর কথা উল্লেখ আছে? 

উঃ- ঋকবেদের মধ্যে হিমালয়ের একটি শৃঙ্গ

মুনেজভান্টের কথা উল্লেখ আছে।


৬৪) ত্যাগের মন্ত্র কোন বৈদিক সাহিত্যে আছে?

উঃ - যজুরবেদ।


৬৫) মহাভারতের পুরানাে নাম কী? 

উঃ- জয়সংহিতা।


৬৬) বৈদিকযুগের দেবতা গুলির নাম কর? 

উঃ- পৃথ্বী (ভূমি), অগ্নি (আগুন), বরুন (বৃষ্টি), ইন্দ্র (বজ্র)। এদের মধ্যে ইন্দ্র হল প্রধান দেবতা।


৬৭) ঋকবেদে কোন নদীকে পবিত্র নদী বলা হয়?

উঃ- সরস্বতী।


৬৮) উপনিষদের সংখ্যা কতগুলি? 

উঃ- ১০৮ টি।


৬৯) কোন গ্রন্থে "বঙ্গ" কথাটি প্রথম উল্লেখ পাওয়া যায়?

উঃ- ঋকবেদের ঐতেরীয় আরন্যকে।


৭০) সপ্তসিন্ধু বলতে কোন নদী গুলিকে বলা হয়েছে?

উঃ- সিন্ধু ও সিন্ধুর পাঁচটি শাখা নদী বিতস্তা, আসকিনী, বিপাস, পারুষনি, সূতুদ্রী ও সরস্বতীকে নিয়ে সপ্তসিন্ধু গঠিত ছিল।

0 মন্তব্যসমূহ