'মুক্তদ্বার নীতি' বা 'উন্মুক্তদ্বার নীতি' কী?


চিনে বাণিজ্যিক আধিপত্য গড়ে তোলার লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব জন হে ১৮৯৯ খ্রিস্টাব্দে 'মুক্তদ্বার নীতি' বা 'উন্মুক্তদ্বার নীতি' ঘোষণা করেন।


এই নীতিতে বলা হয়,
চিন সমস্ত দেশের কাছেই সমান, তাই চিনে সমস্ত বৈদেশিক রাষ্ট্র সমান বাণিজ্যিক অধিকার ভোগ করবে এবং সমস্ত দেশে একটি নির্দিষ্ট হারে পোত ও বাণিজ্য শুল্ক ধার্য হবে।

0 মন্তব্যসমূহ