● অভয়ারণ্য কাকে বলে?
যে সকল বনাঞ্চলে রাজ্য সরকারের আইনের মাধ্যমে, বন্যপ্রাণী ধরা, ভয় দেখানো ও হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ এবং যেখানে বন্য প্রাণীরা নির্ভয়ে বিচরণ ও প্রজননে লিপ্ত হতে পারে, তাদের অভয়ারণ্য বলে।● উদাহরণ: পশ্চিমবঙ্গের সজনেখালি অভয়ারণ্য, গুজরাটের গির অভয়ারণ্য ইত্যাদি।
● অভয়ারণ্যের বৈশিষ্ট্য:
☞ সংকটাপন্ন বিপদগ্রস্ত ও বিরল প্রাণীদের নিজস্ব পরিবেশে সংরক্ষণের ব্যবস্থা থাকে।
☞ অভয়ারণ্যে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। তবে গবেষণার স্বার্থে রাজ্য সরকারের বনদপ্তরের অনুমতি সাপেক্ষে এখানে প্রবেশ করা বা নির্দিষ্ট সংখ্যক প্রাণী সংগ্রহ করা যেতে পারে।
● ভারতের কয়েকটি অভয়ারণ্য: মেলঘাট (মহারাষ্ট্র), পালামৌ, (ঝাড়খণ্ড) ডামপা, মিজোরাম ইত্যাদি।
● জাতীয় উদ্যান ও অভয়ারণ্য সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন:-
0 মন্তব্যসমূহ