অভয়ারণ্য কাকে বলে? অভয়ারণ্যের বৈশিষ্ট্য: (Sanctuary).

অভয়ারণ্য কাকে বলে?

যে সকল বনাঞ্চলে রাজ্য সরকারের আইনের মাধ্যমে, বন্যপ্রাণী ধরা, ভয় দেখানো ও হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ এবং যেখানে বন্য প্রাণীরা নির্ভয়ে বিচরণ ও প্রজননে লিপ্ত হতে পারে, তাদের অভয়ারণ্য বলে।

উদাহরণ: পশ্চিমবঙ্গের সজনেখালি অভয়ারণ্য, গুজরাটের গির অভয়ারণ্য ইত্যাদি।




অভয়ারণ্যের বৈশিষ্ট্য:
সংকটাপন্ন বিপদগ্রস্ত ও বিরল প্রাণীদের নিজস্ব পরিবেশে সংরক্ষণের ব্যবস্থা থাকে।

অভয়ারণ্যে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। তবে গবেষণার স্বার্থে রাজ্য সরকারের বনদপ্তরের অনুমতি সাপেক্ষে এখানে প্রবেশ করা বা নির্দিষ্ট সংখ্যক প্রাণী সংগ্রহ করা যেতে পারে।


ভারতের কয়েকটি অভয়ারণ্য: মেলঘাট (মহারাষ্ট্র), পালামৌ, (ঝাড়খণ্ড) ডামপা, মিজোরাম ইত্যাদি।


● জাতীয় উদ্যান ও অভয়ারণ্য সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন:-

0 মন্তব্যসমূহ